নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলনে ডেকেছে ডিবি
রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মাঝে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় দুটি হত্যা মামলাসহ চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলাগুলোর তদন্তের সর্বশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলনে ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিউ মার্কেট ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সংঘটিত অপরাধের কারণে একাধিক মামলা হয়েছে। জনস্বার্থে অনেকেই সর্বশেষ অবস্থা জানতে প্রতিদিন আগ্রহ প্রকাশ করছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে ডিবি প্রধান ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এই সংবাদ সম্মেলনে করবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন আটকও হয়েছেন বলে জানা গেছে।
এমএসি/ওএফ