খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। অসহায় মানুষকে খাবার পৌঁছে দিতে তাদের ভূমিকা প্রশংসিত হয়েছে। এ সময় তিনি অধিদপ্তরের কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

বুধবার ঢাকায় খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, গত আমন মৌসুমে অধিদপ্তরের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে প্রকিউরমেন্ট সফল করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রেখেছেন। বৃহস্পতিবার থেকে বোরো প্রকিউরমেন্ট শুরু হচ্ছে। সে ধারাবাহিকতায় বোরো প্রকিউরমেন্ট ও সফল করতে আপনাদের দক্ষতার প্রমাণ রাখবেন।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে এফপিএমইউয়ের মহাপরিচালক শহীদুজ্জামান ফারুকী, খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. এস এম মুহসিন, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুর রহমান ও মহাসচিব উত্তম কুমার দাস বক্তব্য রাখেন।

ইফতার ও দোয়া মাহফিলে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা ও গণমাধ্যমের প্রতিনিধিরা শরিক হন। অনুষ্ঠানে দেশের অব্যাহত কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এসএইচআর/ওএফ