আসন্ন ঈদযাত্রায় সড়ক ও নৌপথে চলাচলকারী বাহনের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে ভাড়া বৃদ্ধি বন্ধ এবং চাঁদাবাজি-হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নামে নতুন করে দুর্নীতিকে প্রশ্রয় না দিতে পর্যবেক্ষণ টিম তৈরির দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবেদন পাঠ ও মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। দুর্ঘটনামুক্ত ইদযাত্রা-ফিরে আসা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্ঘটনামুক্ত ঈদযাত্রা-ফিরে আসা নিশ্চিতে পর্যবেক্ষণ টিম তৈরির দাবি জানাচ্ছি। এই টিমে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের যুক্ত করতে হবে। বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে ৫১৬টি স্পিডগান, ২১০টি আরএফ আইডি, ২১২টি অ্যালকোহল ডিটেক্টর এবং ১৮০টি পস মেশিন বসানোর প্রস্তাব করছি। দেশের মানুষ যাতে দুর্ঘটনামুক্ত, যানজটমুক্ত এবং নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারে সেজন্য যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএর সংশ্লিষ্ট দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করতে হবে।

তারা আরও বলেন, দুর্ঘটনায় পড়া যানবাহন মহাসড়ক থেকে অপসারণ করতে ২৪টি রেকারের পরিবর্তে ৭০টি, ১২টি অ্যাম্বুলেন্সের পরিবর্তে ১০০টি এবং ৯১টি কুইক রেসপন্স টিমের স্থলে ১৫০টি টিম প্রস্তুত রাখার জোর দাবি জানাচ্ছি। নৌপথেও বিশেষ টিম রাখার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা। সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও জিয়াউর রহমান জিয়া।

এএজে/আইএসএইচ