বোয়ালখালীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী থানার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের একটি খালের পাড় থেকে মো. জাবেদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে। পুলিশের ধারনা তাকে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বোয়ালখালীর বামন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
বিজ্ঞাপন
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় জাবেদ তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। আজ সকালে বাড়ির কাছেই বামন খালের পাড়ে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জাবেদের শরীরে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জায়েদের অটোরিকশাটিও পাওয়া যায় নি। অটো ছিনতাইয়ের জন্য নাকি অন্য কোন কারণে জাবেদকে খুন করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
কেএম/আইএসএইচ