চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে আসকার বিন তারেক ওরফে ইভান নামে এক কলেজছাত্র খুনের ঘটনায় প্রিয়ম বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঘটনার দিন শোভন দেবকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির ঢাকা পোস্টকে বলেন, মামলার তদন্তকাজ সঠিক নিয়মে চলছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, ফুটেজ দেখে প্রিয়মকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে৷ তার বিরুদ্ধে ২০১৯ সালের দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

২২ এপ্রিল রাতে আসকার বিন তারেক ওরফে ইভান খুন হয়। সে কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে। বিএফ শাহিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে। 

ইভানের মৃত্যুর ঘটনায় বাবা এস এম তারেক বাদী হয়ে ৮ জনের নামে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, নিহত ইভানসহ মারামারিতে জড়িতরা সবাই নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচিত। পুলিশ বলছে, জামালখানের ফুটপাতের পাশে চেয়ারে বসা নিয়ে ঝগড়া একপর্যায়ে সংঘাতে রুপ নেয়। এর জেরেই প্রাণ হারায় কলেজছাত্র ইভান। 

কেএম/আরএইচ