ঢাবি উপাচার্যের ঈদের শুভেচ্ছা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও মঙ্গল কামনা করেন।
বিজ্ঞাপন
উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদুল ফিতর সবার মধ্যে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
উপাচার্য করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং যতদূর সম্ভব সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতর উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবার প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণভাবে করোনামুক্ত হবে এবং দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সবক্ষেত্রে সাফল্যের চলমানধারা নতুন শিখরে উন্নীত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এইচআর/জেডএস