চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু পেল ঈদ উপহার
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আর ঈদের এই অনাবিল আনন্দ কোমলমতি শিশুদের মাঝে ছড়িয়ে দিতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক উপহার দিয়েছে তামাই ক্লাব লিমিটেড।
রোববার (১ মে) সানফ্লাওয়ার একাডেমি প্রাঙ্গণে তামাই ক্লাব লিমিটেডের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সানফ্লাওয়ার একাডেমির অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তামাই ক্লাব লিমিটেডের সভাপতি রিসাদ মোর্শেদ, সাধারণ সম্পাদক এনামুল কবির রিফাত।
তামাই ক্লাব লিমিটেডের সভাপতি রিসাদ মোর্শেদ ও সাধারণ সম্পাদক এনামুল কবির রিফাত জানান, আমাদের ক্লাবের পক্ষ থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে তামাই ক্লাব লিমিটেডের পক্ষ থেকে ৪ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হলো। কোমলমতি শিশুদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে আমাদের এই আয়োজন। ইনশাআল্লাহ আগামীতে তামাই ক্লাব লিমিটেডের এমন আরও ইভেন্ট চলমান থাকবে।
বিজ্ঞাপন
এসময় ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন আরাফাত মুসল্লী, জাহিদ হাসান দিপু, বনি আমিন সরকার, আনোয়ার পাশা রাজিব, আক্তার ব্যাপারী, ইলিয়াস হোসেন অসীম, হযরত আলী ব্যাপারী, আব্দুল কাদের বাবু প্রমুখ।
প্রসঙ্গত, তামাই ক্লাব লিমিটেড সামাজিক সংগঠন হিসেবে ২০২০ সালের ৮ মার্চ যাত্রা শুরু করে। করোনাকালীন সময়ে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া, স্বাস্থ্য সেবা ও আর্থিক সহায়তা দেয়। শীতকালে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে সহযোগিতা করে আসছে এই তামাই ক্লাব লিমিটেড।
এএসএস/আইএসএইচ