রাজধানীতে পিকআপবোঝাই গাঁজাসহ গ্রেপ্তার ২
রাজধানীর সাত রাস্তা মোড় থেকে পিকআপবোঝাই গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ৪৪ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন, মো. শাওন ও আল মামুন।
বিজ্ঞাপন
ডিবি তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, একটি পিকআপে করে ২ জন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় পিকআপটিকে চেকপোস্টে থামার জন্য সিগন্যাল দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পিকআপটিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণী, সাউদার্ন অটো মোবাইলসের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে থামানো হয়। পরে পিকআপটিতে তল্লাশি করে ৪৪ কেজি গাঁজাসহ শাওন ও মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এমএসি/এসকেডি
বিজ্ঞাপন