ফেসবুক-ইউটিউবে উগ্রবাদ প্রচার : এবিটির সক্রিয় সদস্য গ্রেপ্তার
ইউটিউব চ্যানেল থেকে কন্টেন্ট ডাউনলোড করে নিজে বাংলায় কণ্ঠ দিয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র মতাদর্শ প্রচার ও জিহাদে উদ্বুদ্ধকরণে ফেসবুক ও ইউটিউবে ভিডিও প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আব্দুল্লাহ মনির ইসলাম (২৬)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছার মণ্ডলসেন গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অ্যান্টি টেররিজম ইউনিটের দাবি, গ্রেপ্তার যুবক ‘আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।
বিজ্ঞাপন
বুধবার (১১ মে) অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকার মেসার্স সোয়াদ এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র সক্রিয় সদস্য ও পেশায় ইলেক্ট্রিশিয়ান।
গ্রেপ্তার আব্দুল্লাহ মনির ইসলাম ২০২০ সাল থেকে ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র উগ্রবাদী মতাদর্শের প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি অনলাইনে অন্য সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে এবিটির মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরি করতেন এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করে আসছিলেন। ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা করে আসছিলেন তিনি।
বিজ্ঞাপন
গ্রেপ্তার মনির ও তার অন্য সহযোগীরা নিজেদের মধ্যে বিভিন্ন এ্যানক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতেন৷ তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কন্টেন্ট ডাউনলোড করে নিজে বাংলায় কণ্ঠ দিয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর মতাদর্শ প্রচার ও জিহাদে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এডিটেড ভিডিও কন্টেন্ট তার ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও চ্যাট গ্রুপে শেয়ার করত। তার ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশ সরকার বিরোধী ষড়যন্ত্র সংক্রান্তে বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র জিহাদের উস্কানিমূলক বিস্তারিত আলোচনা রয়েছে।
গ্রেপ্তার আব্দুল্লাহ মনির ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য পদ গ্রহণ ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় রাতেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
জেইউ/এসকেডি