‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙাপ্রেস এলাকায় আখি (৩০) নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আখির বোনের স্বামী সেলিম ঢাকা পোস্টকে জানান, আখি গার্মেন্টসে চাকরি করত। তার একটি ছেলে আছে। চার বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। ছেলেকে সঙ্গে নিয়েই থাকত সে।
রাতে গার্মেন্টস থেকে ফিরে ছেলের কাছে মাদরাসায় না যাওয়ার কারণ জানতে চায় এবং বকাঝকা করে। পরে নিজের ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ফাঁস দেওয়ার আগে সে একটি চিরকুট লিখে গিয়েছে। তাতে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ী থেকে অচেতন অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
এসএএ/আরএইচ