ক্রীড়া প্রতিমন্ত্রীর চাওয়া, ইতিবাচক খবর দেবে ঢাকা পোস্ট
ঢাকা পোস্ট মানুষের সেবায় কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ঢাকা পোস্টের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, প্রত্যাশা থাকবে প্রতিষ্ঠানটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
জাহিদ আহসান রাসেল বলেন, করোনা মহামারির জন্য খেলাধুলা একটু পিছিয়েছে, তবে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, খারাপ সংবাদের পাশাপাশি ভালো সংবাদও প্রকাশ করা উচিত। অনেক সংবাদমাধ্যম আছে, যারা শুধু খারাপ সংবাদই প্রকাশ করে। এটি কিন্তু ভালো নয়। আশা করব, ঢাকা পোস্ট মানুষের সেবায় কাজ করবে। একতরফার সংবাদমাধ্যম যেন কখনও না হয়।
সবধরনের খবর প্রচার করতে বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’। ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানে টিম ঢাকা পোস্ট সাজিয়েছে সব আয়োজন।
বিজ্ঞাপন
দীর্ঘ প্রস্তুতিপর্ব সেরে এখন কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ঢাকা পোস্ট। মঙ্গলবার সকাল থেকেই চলছে পরীক্ষামূলক প্রকাশনা।
ভাষার মাসের এ পথচলায় ভাষাশহীদদের প্রতি ঢাকা পোস্ট জানাচ্ছে গভীর শ্রদ্ধা। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, ভাষা-সংস্কৃতির মেলবন্ধন যেমন ঘটাতে চায় ঢাকা পোস্ট, তেমনি সত্য বলার প্রত্যয়ে সুদৃঢ় অবস্থানে থাকতে চায়।
ঢাকা পোস্ট অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাসী; যার অনুসন্ধানী দর্পণ সর্বদা সজাগ। দুর্নীতি, দুঃশাসন, অনিয়মের সব খবর ঢাকা পোস্টের দক্ষ সাংবাদিক বিচক্ষণী ক্ষমতায় উঠিয়ে আনবে। মূলধারার খবর পরিবেশনের পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনেও থাকবে বাড়তি মূল্যায়ন। সত্য ও সুন্দরকে সাথে নিয়ে ‘ঢাকা পোস্ট’ এগিয়ে যাবে তার লক্ষ্যে।
এইচএন/এসএসএইচ