রটনা নয়, ঘটনাই হবে ঢাকা পোস্টের উপজীব্য
দেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রামেও ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন
‘কাউকে লক্ষ্য কিংবা পক্ষ করে ঢাকা পোস্ট সাংবাদিকতা করবে না। কোনো রটনা নয়, ঘটনাই হবে ঢাকা পোস্টের মূল উপজীব্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে ঢাকা পোস্ট।’ এমন প্রত্যাশা জানিয়ে ঢাকা পোস্ট-কে স্বাগত জানিয়েছে বন্দরনগর চট্টগ্রাম।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এমন প্রত্যাশার কথা জানান নগরের বিশিষ্টজনেরা।
বিজ্ঞাপন
কেক কেটে চট্টগ্রামে ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
উদ্বোধন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ঢাকা পোস্টের কাছে আমাদের প্রত্যাশা অনেক। সত্যটাকে খুঁজে নিতে হবে, আর মিথ্যাটাকে বর্জন করতে হবে। সাংবাদিকদের উচিত সমাজের অন্যায়গুলো সামনে তুলে ধরে আনা। আশা করি, ঢাকা পোস্ট সেই কাজটি করে যাবে।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে, চট্টগ্রামের সমস্যাগুলো চিহ্নিত করে তা তুলে ধরবে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। চট্টগ্রাম এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘প্রত্যাশা করি, ঢাকা পোস্ট তথ্যবহুল সাংবাদিকতা করবে। পেট চালানো ধান্ধাবাজির সাংবাদিকতার ধস হোক, সত্য সৃজনশীল সাংবাদিকতার বিজয় হোক।’ ঢাকা পোস্ট সৃজনশীল সাংবাদিকতা করবে উল্লেখ করে তিনি নতুন এ সংবাদমাধ্যমের সাফল্য কামনা করেন।
ঢাকা পোস্ট-এর চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক কাজী মনজুরুল ইসলাম আগত অতিথির স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে ঢাকা পোস্ট। চট্টগ্রামের সমস্যা সম্ভাবনা তুলে ধরবে ঢাকা পোস্ট।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ঢাকা পোস্টের সার্বিক সাফল্য কামনা করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, ‘অনেক সাংবাদমাধ্যমের ভিড়ে ঢাকা পোস্ট কাজ দিয়ে নিজেদের অবস্থান করে নেবে। আস্থা অর্জনে ঢাকা পোস্ট সত্য সংবাদ তুলে ধরবে।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘ঢাকা পোস্ট ভালো করবে বলে প্রত্যাশা করি। ঢাকা পোস্টের সব কিছুতে সাংবাদিক ইউনিয়নকে কাছে পাবে।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম বলেন, ‘ঢাকা পোস্ট কঠিন একটা মুহূর্তে যাত্রা শুরু করেছে। প্রত্যাশা করব, ঢাকা পোস্টের সাংবাদিকরা কাজ দিয়ে দেশের শীর্ষ গণমাধ্যমে পরিণত হবে।’
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি নাসির উদ্দিন তোতা বলেন, ‘ঢাকা পোস্ট ভালো সংবাদ পরিবেশন করে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।’
চ্যানেল-২৪-এর চট্টগ্রাম সেন্টারের রিজওনাল এডিটর কামাল পারভেজ বলেন, ‘ঢাকা পোস্ট-এর যাত্রাকে স্বাগত জানাই। আশা করি, ঢাকা পোস্ট মানুষকে খবরের পেছনের খবর দেবে। ঢাকা পোস্ট তথ্যের নামে সুড়সুড়ি দেবে না। চট্টগ্রামকে তুলে ধরবে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে ঢাকা পোস্ট-কে স্বাগত জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি ঢাকা পোস্ট-এর কাছে। পাশাপাশি সমাজের উন্নয়নে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পারি এরকম সাংবাদ যেন পরিবেশন করে।’
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘ঢাকা পোস্ট-এর যাত্রা শুভ হোক সম্মানের হোক। ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে, পাঠক সেটাই দেখতে চায়। পুলিশের বিরুদ্ধেও সংবাদ হোক। তবে সেই সংবাদ যেন বিব্রত করার জন্য না হয়, শুধরানোর জন্য হোক।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, সিনিয়র সাংবাদিক স্বপন কুমার মল্লিক, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা দেবু প্রসাদ দেবু, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি চট্টগ্রামের সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সারোয়ারে আলম, মহানগরের সভাপতি কাজী জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী হাফিজ আহমদ মোরশেদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আগত অতিথিদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় ঢাকা পোস্ট-এর পক্ষ থেকে।
এফআর