কর্ণফুলী নদী

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে এক জন মারা গেছেন। এ ঘটনায় আরও এক জন নিখোঁজ রয়েছেন। নিহতের নাম- সৈকত বড়ুয়া।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটের কাছে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি পাথরবোঝাই বার্জের সঙ্গে ধাক্কা লেগে উল্টে ডুবে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঢাকা পোস্ট-কে বলেন, নৌকাডুবিতে মারা যাওয়া সৈকত বড়ুয়া কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। তিনি নগরের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানার  কাজ করতেন। এই ঘটনায় এক জন নিখোঁজ  রয়েছেন। ঘটনার পর পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস মিলে তল্লাশি চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।

ওসি দুলাল মাহমুদ বলেন, কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে পতেঙ্গার দিকে যাওয়ার পথে পাথরবোঝাই বার্জের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। পরে আহতাবস্থায় তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ যাত্রীর কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ।

এফআর