জলবায়ু অভিযোজন অর্থায়নকে ৫০ শতাংশে উন্নীত করার আহ্বান
জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে জলবায়ু অভিযোজন অর্থায়নকে মোট জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশে উন্নীত করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের আতিকুল ইসলাম।
বুধবার (১৮ মে) নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৮টায় বৈঠকে অংশগ্রহণ করে এ আহ্বান জানান তিনি। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আন্তর্জাতিক অভিবাসন রিভিউ ফোরামের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে এ আন্তর্জাতিক বৈঠক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন মেয়র আতিকুল ইসলামের বক্তব্যের বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞাপন
মেয়র আতিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বন্যা, ঘূর্ণিঝড় এবং উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতিদিন ২ হাজার লোক ঢাকায় আসছে। জলবায়ু উদ্বাস্তু বৃদ্ধির পাশাপাশি মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই একটি গুরুতর মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে। রোহিঙ্গা শরণার্থীরা আরও ভালো সুযোগের সন্ধানে ঢাকার মতো শহরের দিকে চলে যাচ্ছে। কিন্তু ঢাকা নিজেও জলবায়ু বিপজ্জনক একটি শহর। বিশেষত বন্যা এবং তাপের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, ২ কোটি মানুষের এই শহরে ৪০ শতাংশ মানুষ অনানুষ্ঠানিক বসতি স্থাপন করেছে এবং ৭০ শতাংশ অনানুষ্ঠানিক বসতি স্থাপনকারীরা ইতোমধ্যেই তাদের জীবনে পরিবেশগত বিরূপ প্রভাব অনুভব করছে। শহরের সকলেই সম্ভাব্য জলবায়ু প্রভাবের সম্মুখীন।
বিজ্ঞাপন
মেয়র আরও বলেন, জলবায়ু সংকট যেহেতু মানুষকে তাদের বাড়িঘর থেকে দূরে ঠেলে দিচ্ছে, তাই জলবায়ু অভিযোজনে আমাদের আরও জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ দরকার। মোট জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ ঢাকার মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং দ্রুত বর্ধনশীল শহরের জন্য বরাদ্দ প্রয়োজন।
এএসএস/এসকেডি