২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়া সম্ভব
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, আমাদের পক্ষে সেটা বাস্তবায়ন করা সম্ভব। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণে সবাই একত্রে কাজ করতে হবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বার্তা২৪.কমের কনফারেন্স রুমে ‘প্রধানমন্ত্রীর ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডেপুটি স্পিকার বলেন, যখন বাজেট প্রণয়ন হয় তখন টোব্যাকো কোম্পানিগুলো বিভিন্ন সেক্টরের জনগণকে প্রমোট করে। অনেক সময় দেখা যায় পার্লামেন্টের মেম্বরদেরও তারা ইনফ্লুয়েন্স করে। যাতে করে টোব্যাকো কোম্পানির পক্ষে তারা কথা বলেন।
তিনি বলেন, ট্যোবাকো কোম্পানিগুলোর পক্ষে ভয়েস ক্রিয়েট করার জন্য তাদের যদি এক মিলিয়ন বা দুই মিলিয়ন ডলার খরচ হয়, তাতে তাদের কিছু যায় আসে না। কারণ তারা তো মিলিয়নস অফ মিলিয়নস ডলার রোজগার করে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা।
বিজ্ঞাপন
ফজলে রাব্বী মিয়া বলেন, লেট আস সিট টুগেদার, ওয়ার্ক টুগেদার অ্যান্ড অ্যাচিভ টুগেদার। বিভিন্ন সেক্টরের লোক একত্রিত হয়ে যে মন্ত্রণালয় এখানে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে তাদের সমন্বয়ে একটা সভা যদি করা যায় তাহলে একটি কার্যকরী ফলাফল পাওয়া যেতে পারে।
ডেপুটি স্পিকার পরামর্শ দিয়ে বলেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় আপনারা যদি একটা গোলটেবিল বৈঠক করাতে পারেন সেখানে কিন্তু ডিসকাশন করা যেতে পারে। তার সঙ্গে যারা তামাক নিয়ে কাজ করেন ভিন্ন ভিন্ন ফোরাম তাদেরও আনা যেতে পারে। তারপর প্রধানমন্ত্রীর কাছে এসব সিদ্ধান্ত উপস্থাপন করতে পারলে আমাদের প্রচলিত আইনের কোনো সংশোধন, সংযোজন বা বিয়োজনের প্রয়োজন থাকলে তিনি হয়ত সেটা বিবেচনা করবেন।
তিনি বলেন, এখন কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর ও পার্বত্য অঞ্চলে তামাকের উৎপাদন কিন্তু কম। এখন তামাকের অল্টারনেটিভ হিসেবে ভুট্টা উৎপাদন হচ্ছে। ভুট্টায় অর্থনৈতিক বেনিফিট বেশি হচ্ছে।
ডব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় ‘প্রধানমন্ত্রীর ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে বার্তা২৪.কম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ তুলে ধরেন দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা প্রমুখ।
এইউএ/এসএম