সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন

যুক্তরাজ্য থেকে ২০২৭ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পাবে বাংলাদেশ। দুই ধাপে তিন বছর করে বাংলাদেশকে এই সুবিধা দেবে দেশটি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

ব্রিটিশ হাইকমিশনার জানান, দুই ধাপে ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্য বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে। প্রথম ধাপে ২০২৪ সাল, আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে।

হাইকমিশনার ডিকসন বলেন, ‘বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় যুক্তরাজ্য। বাংলাদেশ যেন রপ্তানিভিত্তিক অর্থনীতি আরও বাড়াতে পারে সেজন্য শুল্ক সুবিধা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশি ব্যবসায়ীরা এ সুবিধা পেতে থাকবে।’

এ সময় হাইকমিশনার বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানানোর পাশাপাশি দেশটির ব্যবসায়ীরা যেন এখানে আকৃষ্ট হয় সেজন্য আমলাতান্ত্রিক জটিলতা, চুক্তি বাস্তবায়ন ও দুর্নীতি নির্মূলের ওপর জোর দেন।

এনআই/জেডএস