ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাত্রদল সন্দেহে তুলে নিয়ে যাওয়া মাসুদকে (৩২) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সোয়া তিনটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহত মাসুদ ঢাকা পোস্টকে বলেন, আমি একজন সাংবাদিক। আমি ছবি তুললে ছাত্রলীগকর্মীরা আমাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশাতে তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে নিয়ে যায়। এরপর আমাকে তারা মারধর করে শাহবাগ থানায় পুলিশের কাছে দিয়ে দেয়। এ সময় আমার কাছে থাকা মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নিয়ে যায়। এরপর পুলিশ আমাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

আপনি কোন পত্রিকার সাংবাদিক জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি দৈনিক পর্যবেক্ষণের সাংবাদিক। মানিব্যাগের মধ্যে আমার আইডি কার্ড আছে।

তবে তার অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হলে তিনি বলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানকে ফোন দেন তাহলে জানতে পারবেন আমি কে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমাকে থানা থেকে বলা হয় মাসুদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যেতে। তবে আমি বিস্তারিত কিছু জানি না।

এসএএ/আইএসএইচ