রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বোনের বাসায় এসি লাগাতে গিয়ে পাঁচতলা ভবন থেকে পড়ে ইমরান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) বৃহস্পতিবার পৌনে ৫টায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমরানের বোন জামাই মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ইমরান এসির কাজ জানেন। এজন্য নতুন একটা এসি কিনে তাকে লাগানোর জন্য বলি। দুপুরে তিনি এসির আউটডোর লাগানোর সময় পাঁচ তলা থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ইমরানের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা থানা ইসলামপুর গ্রামে। আমার শ্বশুরের নাম সোলাইমান সরদার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি