ঠান্ডা শামীম বাহিনীর ১১ সদস্য গ্রেপ্তার
মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ঠান্ডা শামীম বাহিনীর ডাকাত সর্দারসহ ১১ জনকে দেশি ও বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) রাতে ঢাকার অদূরে সাভারের বালিয়ারপুর থেকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল তাদের গ্রেপ্তার করে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শনিবার (৪ জুন) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এসএম
বিজ্ঞাপন