প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুরের ৯ নং ওয়ার্ডে আগুনে পুড়ে ফোরকান (৪৬) নামে পক্ষাঘাতগ্রস্ত এক রোগী মারা গেছেন। শনিবার (৪ জুন) সকালে এ আগুনের ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আতিকুল ইসলাম। তিনি বলেন, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ফোরকান নামে পক্ষাঘাতগ্রস্ত এক রোগী মারা গেছেন।

তিনি বলেন, গতকাল ডাক্তার দেখানোর জন্য শ্বশুরবাড়ি আসেন ফোরকান। পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় অন্যের সাহায্য ছাড়া তিনি চলাফেরা করতে পারতেন না। ভোরে যখন আগুন লাগে তখন বাড়ির অন্য সদস্যরা নিরাপদে বেরিয়ে আসলেও তাকে আনা সম্ভব হয়নি। এতে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে  ১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

কেএম/এসকেডি