রাজধানীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তাররা হলেন শান্ত মাল, আমির হোসেন, মো. শওকত হোসেন ও মো. রাসেল।
মঙ্গলবার (৭ জুন) ভোরে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ডিবি উত্তরার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে আমরা জানতে পারি। পরে সেই তথ্যের ওপর ভিত্তি করে সেখানে অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা পিসসহ তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বলেন, তারা কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
বিজ্ঞাপন
গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
এমএসি/ওএফ