হালদা নদী থেকে ১২ হাজার মিটার জাল জব্দ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। অভিযানে ১২ হাজার মিটার অবৈধ চর ঘেরা ও দুটি ঠেলা জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয়েছে দুই হাজার চিংড়ি রেনু।
মঙ্গলবার (১৪ জুন) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নদীর উরকিরচর, ছায়ারচর, কচুখাইন ও মোহনার আশপাশের এলাকায়
এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
সদরঘাট নৌ-পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে পাতানো অবস্থায় অবৈধ চর ঘেরা ১২ হাজার মিটার জাল এবং দুটি ঠেলা জাল জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা চিংড়ি রেনু তাৎক্ষনিকভাবে নদীতে অবমুক্ত করা হয়।
তিনি বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় এবং প্রজননের সুরক্ষায় নৌ-পুলিশের সদরঘাট নৌ-থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
কেএম/এমএইচএস