অগ্নিনির্বাপন সক্ষমতা যাচাইয়ে ডিপো পরিদর্শনে ফায়ার সার্ভিস
চট্টগ্রামের ২২টি বেসরকারি কনটেইনার ডিপোর অগ্নি নির্বাপন সক্ষমতা যাচাইয়ে পরিদর্শনে নেমেছে ফায়ার সার্ভিসের সাতটি দল।
এর অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রাম ইপিজেডে ‘কে অ্যান্ড টি লজিস্টিকস’ কনটেইনার ডিপোতে পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের একটি দল। এতে নেতৃত্বে দেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক পরিদশর্ক মোহাম্মদ ফখরুদ্দিন। পরে পরিদর্শন দলটি কেএনএস নামে আরেকটি ডিপো পরিদর্শনে যান।
বিজ্ঞাপন
এদিকে পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক পরিদশর্ক মোহাম্মদ ফখরুদ্দিন সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের পর কনটেইনার ডিপোগুলোর অগ্নি সরঞ্জাম ও অগ্নি নির্বাপক ব্যবস্থা যাচাই করতেই এ পরিদর্শন। পরিদর্শনকালে ডিপোগুলোর ফায়ার ফাইটিং কী ব্যবস্থাপনা রয়েছে তা খতিয়ে দেখছি। অগ্নিনির্বাপনে নেওয়া ব্যবস্থাগুলো সচল আছে কি না তাও দেখলাম।
তিনি বলেন, ‘কে অ্যান্ড টি লজিস্টিকস’ পরিদর্শন করে দেখেছি। ওনাদের ফায়ার পাম্পসহ অনান্য সেফটি অ্যারেজমেন্ট আছে। এগুলো সচল আছে, আমরা চালিয়ে দেখেছি। এছাড়া ডিপোতে ক্যামিকেল স্টোরেজ আছে কি না দেখেছি। এই ডিপোতে তিন চারটি ক্যামিকেলের কনটেইনার দেখেছি। সেগুলো আলাদা করে রাখা আছে এবং সেগুলো শিগগিরই এখান থেকে চলে যাবে বলে ডিপো সংশ্লিষ্টরা জানিয়েছেন। মালিকপক্ষ দাবি করেছেন, নরমালি তারা ক্যামিকেল স্টোরেজ করেন না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মূলত আমরা ফায়ার ফাইটিং সিস্টেমটাই দেখছি। আমাদের ৭টি টিম বিভিন্ন ডিপো পরিদর্শন করছে। দ্রুতই এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিন।
কেএম/এসএম