চট্টগ্রামে ৬ ডাকাত গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া ছয় ডাকাত
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সদরঘাট থানার চট্টগ্রাম বন্দর আবাসিক ২ নম্বর গেইটের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. রাসেল (২০), মো. ইমাম মেহেদী রবি (১৯), জাহেদ (১৮), মো. মাইন উদ্দিন পারভেজ (১৮), আসাদুজ্জামান সাকিব (১৮) ও মো. নাজিম উদ্দীন রাহুল (১৯)। সবাই নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঢাকা পোস্টকে বলেন, সদরঘাট থানার বন্দর আবাসিক ২ নম্বর গেইটের সামনে রাস্তায় কতিপয় লোক সিএনজিসহ অস্ত্র নিয়ে মাঝিরঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছি।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি ছুরি, একটি চাপাতি ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গুদাম ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সদরঘাট এলাকায় অবস্থান করছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিজ্ঞাপন
ওসি বলেন, চক্রটির সদস্যরা নির্জন স্থানে জড়ো হয়ে সিএনজি ভাড়া করে নগরীর বিভিন্নস্থানে ডাকাতি করে আসছিলো। প্রথমদিকে তারা নগরীর বায়েজিদ এলাকায় ডাকাতি করতো। এখন তাদের টার্গেট অন্য এলাকা। আজ সদরঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর অন্য কোনো থানায় মামলা আছে কি না খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
আরএইচ