হাতিরঝিল থানা এলাকায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ৫০ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ছিনতাই ও ডাকাতির কাজে জড়িতদের গ্রেপ্তারে শুরু হওয়া বিশেষ অভিযানে শতাধিক ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি ও ছিনতাই এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের অভিযানের কারণে অনেক ছিনতাইকারী ঢাকা ছেড়ে পালিয়েছে।

সেসময় তিনি বলেন, ডাকাতি ও ছিনতাই কমেছে কি না তা জনগণ বিচার করবে। আমাদের মূল কাজই হলো মানুষকে নিরাপত্তা ও সেবা দেওয়া। আর নিরাপত্তা দেওয়ার জন্যই আমাদের এ অভিযান। থানা পুলিশ, ডিবি, ক্রাইম ডিভিশন ও র‍্যাব ঢাকার ২ কোটি বাসিন্দার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

জেইউ/আরএইচ