হাজারীবাগে চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে কুপিয়ে জখম
রাজধানীর হাজারীবাগে চাঁদা না দেওয়ায় জাকির হোসেন (৫৭) নামে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ জুন) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় বিকেল পৌনে পাঁচটায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
আহত জাকির হোসেনের ছেলে আরাফাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা একটি বিল্ডিং ভাঙ্গার টেন্ডার নেন। আজ দুপুরে খোকা ও কালুসহ কয়েকজন আমার বাবার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে আমার বাবা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানান এবং তারা আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর আমার বাবা চারটার দিকে বাসার উদ্দেশে রওনা হলে মাঝ রাস্তায় খোকা ও কালুসহ বেশ কয়েকজন আমার বাবার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তখন আমার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
সে আরও জানায়, খোকা ও বাবুর নামে চাঁদাবাজিসহ হাজারীবাগ থানায় বিভিন্ন মামলা রয়েছে। এখন থানায় এসেছি তাদের বিরুদ্ধে মামলা করব।
বিজ্ঞাপন
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) মুক্তারুজ্জামান বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, হাজারীবাগ থেকে একজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন।
এসএএ/আইএসএইচ