বন্যা মোকাবিলায় ৫২ হাজার পরিবারকে জরুরি সহায়তা দিতে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। একইসঙ্গে বিত্তবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৮ জুন) ব্র্যাকের মিডিয়া অ্যান্ড এক্সটারনাল রিলেশন কমিউনিকেশনস বিভাগের প্রধান রাফে সাদনান আদেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বন্যা পরিস্থিতি অবনতির শুরু থেকেই স্থানীয় সরকারের সঙ্গে কাজ শুরু করেছে ব্র্যাক। এই বন্যায়ও জরুরি সহায়তা দিতে নিজস্ব তহবিল থেকে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে সংগঠনটি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে শুকনো খাবার, খাবার পানি, স্যালাইন, দিয়াশালাই, মোমবাতি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করতেও এ অর্থ ব্যয় করা হবে।

‘ডাকছে আমার দেশ’ মাধ্যমে অর্থ সহায়তার বিস্তারিত জানতে https://brac.net/dakcheamardesh/ এ ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চল সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা ডুবে গেছে।

সরকারি এই সূত্রে প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, বন্যায় মারাত্মকভাবে প্লাবিত হয়েছে সিলেট জেলার ৭টি ও সুনামগঞ্জের ০৫ টি উপজেলা।

জরুরি সহায়তা সেবার আওতায় যেসব পরিবারের প্রধান ব্যক্তি নারী এবং যেসব পরিবারে প্রবীণ, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী রয়েছেন, সেসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছ। বন্যা কবলিত অঞ্চলগুলোতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্র্যাক তার ক্ষুদ্রঋণ কর্মসূচির ঋণের কিস্তি সংগ্রহের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখারও সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও স্থানীয় সরকারের সব নির্দেশনায় সহযোগী হিসেবে কাজ করছে ব্র্যাকের দুযোর্গ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা।

অনাকাঙ্খিত এই প্রাকৃতিক দুর্যোগের স্থানীয় পর্যায়ে প্রয়োজন পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় ২৫ কোটি টাকার জরুরি সহায়তা প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ সংগ্রহে ব্র্যাক মানবিক সহায়তামূলক আহবান ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগে সমাজের অবস্থাপন্ন সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।

টিআই/এসএম