ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শততম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি জন্মদিনের শুভেচ্ছা হিসেবে প্রধানমন্ত্রীর মাকে একটি ফুলের তোড়া উপহার দেন।

শনিবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ হাই কমিশনের পক্ষে কূটনৈতিক চ্যানেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো ফুলের তোড়াটি আজ দুপুরে পৌঁছে দেওয়া হয়। 

পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের কিছুক্ষণ পর ভারতের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় খবরটি প্রকাশ করেন।

এদিকে, মায়ের শততম জন্মদিনে তার পা ছুঁয়ে শ্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ গ্রহণের সচিত্র প্রতিবেদন ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ সময়ে প্রধানমন্ত্রী পরম যত্নে তার মায়ের দুটি চরণ ধুয়ে দেন।

আরএইচ