দুপুরের পর ঢাকায় সূর্যের দেখা মিলবে
ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশে মেঘ থাকায় সূর্যরে দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া সারাদেশের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সারাদেশের বিভিন্ন স্থানে আকাশে হালকা মেঘ দেখা যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর ঢাকায় দিনের শেষ দিকে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশের মেঘ নিচে নামায় এমন কুয়াশার মতো লাগছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তামপাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৯ শতাংশ। বাতাসের গতি ও দিক উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি.।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/এসএম