সিলেটে দুদক কনস্টেবল মেসবাহের মৃত্যু
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের কনেস্টবল মেসবাহ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২০ জুন) রাতের কোনো এক সময় দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের ব্যারাকে নিজ কক্ষে তিনি ইন্তেকাল করেছেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক নূরে আলম ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল ৯টার দিকে দুদকের ব্যারাকে থাকা তার সহকর্মীরা ডাকতে গেলে তাকে নিজের রুমের বিছানায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা রাতের কোনো এক সময় তিনি স্ট্রোক করে মারা গেছেন।
নূরে আলম আরও বলেন, এর আগেও মেসবাহ স্ট্রোক করে তিন মাস হাসপাতালে ভর্তি ছিলেন। ব্যারাকে তিনি তার রুমে একাই থাকতেন। তার বাড়ি হবিগঞ্জের লাখাই থানায়। তাকে সম্ভবত সেখানে দাফন করা হবে।
বিজ্ঞাপন
মেসবাহ উদ্দিন দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। তার তিনটি সন্তান রয়েছে। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং মেসবাহের আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন।
আরএম/এনএফ