করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আন্তর্জাতিক মোটর শো শুরু হয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুন) তিন দিনব্যাপী ‘১৫তম ঢাকা মোটর শো ২০২২’ শুরু হয়েছে। চলবে শনিবার (২৫ জুন) পর্যন্ত। তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান, ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সহ-সভাপতি খালিদ খান, সুজুকি মোটরবাইকস লিমিটেডের বিভাগীয় প্রধান শোয়েব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রাশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। সেমস-গ্লোবাল ইউএসএ এ শোর আয়োজন করেছে।

ব্র্যান্ড নিউ গাড়ি, বাইকসহ অটোমোটিভ জগতের বিপুল সমারোহ নিয়ে। ১৫তম ঢাকা মোটর শো চলাকালীন সময় একই সঙ্গে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ ঢাকা বাইক শো, ৫ম ঢাকা অটোপার্টস শো ও ৪র্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো।

যৌথভাবে একই সময়ে অনুষ্ঠিতব্য ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো, ঢাকা অটোপার্টস শো ও ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো বাংলাদেশের অটোমোটিভ শিল্পের একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী। এখানে জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড ২৮৭টি প্রদর্শক ৫৩০টি বুথের মাধ্যমে অংশ নিচ্ছে। 

প্রদর্শনীতে থাকছে, ইয়োরোপীয় ব্রান্ডের মাসারাতি, পোরশে, ডিফেন্ডার, হুন্দাই, জীপ বাংলাদেশের র‍্যাংগলার, পিএইচ পি অটোমোবাইল, মিতসুবিশি, হোন্ডা, এইচ অটোস, টয়োটা, ইত্যাদি ব্রান্ডের গাড়ি ও বাইক। দর্শনার্থীদের জন্য মোটরবাইক কোম্পানিগুলো নতুন নতুন মডেল নিয়ে উপস্থিত হয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দেশের মোটর ও অটোমোটিভ শিল্পের বিকাশে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের ইতিবাচক পদক্ষেপের ফলে বিশ্ব বাজারে বাংলাদেশ ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দূর হবে।

সেমস গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেরুন এন ইসলাম প্রদর্শনী আয়োজনের নানান বিষয় তুলে ধরেন। 

তিনি বলেন, করোনা কারণে ২০২০ ও ২০২১ সালে ঢাকা মোটর শো আয়োজন করা সম্ভব হয়নি। মহামারির কারণে সারা বিশ্বের ইভেন্ট ও এক্সিবিশন সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার মহামারির প্রাদুর্ভাব কমে যাওয়ায় আমাদের প্রতিষ্ঠান ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ বড় পরিসরে ঢাকা মোটর শো আয়োজন করেছে।

এমআই/ওএফ