ফার্স্ট এইড চিকিৎসকদের ডাটাবেজ ও ডিজিটাল কানেক্টিভিটি তৈরির আহ্বান জানিয়েছে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

শনিবার (২৫ জুন) পুরানা পল্টনে একটি রেস্টুরেন্টে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নাগরিকের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন প্রান্তিক চিকিৎসক ফার্স্ট এইড বা পল্লী চিকিৎসকরা। কিন্তু দুঃখের বিষয় ডিজিটাল বাংলাদেশের আজ পর্যন্ত লাখ লাখ পল্লী চিকিৎসকদের নির্দিষ্ট কোনো ডাটাবেজ নেই। প্রযুক্তিগত জ্ঞান এবং সক্ষমতা সম্পন্ন করেও তাদের গড়ে তোলা হয়নি। একজন প্রান্তিক পর্যায়ে চিকিৎসক ঢাকা বা দেশের অভ্যন্তরে এমনকি বিদেশে থাকা বিশেষজ্ঞদের সাথে প্রযুক্তির বিন্যাসের মাধ্যমে কানেক্টিভিটি গড়ে তুলে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব ছিল সেখানে তারা এখনো কানেক্টিভিটি গড়ে তুলতে পারছেন না।

বক্তারা আরও বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সাথে খাপ খেয়ে চলতে পল্লী চিকিৎসকদের ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে থেকে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন করতে হবে। পল্লী চিকিৎসকদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, সবাইকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই ডেট এক্সপায়ার ওষুধ জনগণ বা রোগীর কাছে না যায়। সেবার মান বাড়াতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি একরামুল হক, সদস্য অমিত মেজবাহউদ্দিন ফরাজী, এসএম এ বারেক, মো. দবিরুল ইসলাম, শারমিন হোসেন প্রমুখ।

এএসএস/এসকেডি