চট্টগ্রাম ছাত্রদলের সাবেক নেতা বার্মা সাইফুলসহ আটক ৫
চট্টগ্রামের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বার্মা সাইফুলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) রাত বারটা দিকে কে ব্লক বাই লেইন থেকে তাদের আটক করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
বিজ্ঞাপন
আটক ৫ জন হলেন- বার্মা সাইফুল (৩২), দেলোয়ার হোসেন (২১), মোহাম্মদ আবিদ(২০), মো. সাজ্জাদ (২০) ও মো. ইমরান (২৩)।
পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহমান নগর এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতার পরিকল্পনায় অস্ত্রসহ সমবেত হওয়ায় মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বার্মা সাইফুলসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা ৫টি ছুরি জব্দ করা করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
কেএম/আইএসএইচ