রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ওই বাসায় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণে মরফিন ও প্যাথেডিন আছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে রোববার (৩ জুলাই) দুপুর থেকে অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। 

অভিযানে মাদক হিসেবে নিষিদ্ধ বিপুল পরিমাণ মরফিন ও প্যাথেডিন জব্দ করা হয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন : ওষুধের কাঁচামালের আড়ালে পৌনে ৩ কোটি টাকার আফিম ঢাকায়

এর আগে ওষুধের কাঁচামালের আড়ালে ঢাকায় আসা একটি মাদকের চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ক্রেতার ছদ্মবেশ ধারণ করেন ইন্সপেক্টর মো. শাহীনুল কবীর, জব্দ করেন তিন কেজি আফিম। ১০-১২ বছরের মধ্যে এটিই বড় কোনো চালান।

শনিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।

আটক হওয়া মাদক আফিম কি না, তা জানতে রাসায়নিক পরীক্ষা করে ডিএনসি। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, ওষুধের কাঁচামাল নয়, জব্দ করা চালানটি আসলে আফিমের, যা আফগানিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছে বলে ধারণা কর্মকর্তাদের।

জেইউ/আইএসএইচ