রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. মিলন (৫৪) নামের এক ব্যবসায়ী। এ সময় তার কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।

সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পাকস্থলী ওয়াশের পর মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

অচেতন ব্যক্তির স্ত্রী নাসরিন সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামীর যাত্রাবাড়ী হাজি ইউনুস সুপার মার্কেটে একটি দোকান রয়েছে। আজ ব্যাংক থেকে টাকা উঠিয়ে চকবাজারে মাল কেনার জন্য যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যরা ডাবের সঙ্গে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন। ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করে বলেন তার স্বামীর কাছে থাকা এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।

এসএএ/জেডএস