গাবতলী কাঁপাচ্ছে বিগ শো, বাংলার ডন ও বাংলার বস
রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলীতে ১১টি গরু নিয়ে ঝিনাইদহের গোপালপুর থেকে এসেছেন সুমন হোসেন। ১১টির মধ্যে ১০টির দামই তার ১০ লাখের বেশি। বাকিটির দামও হাঁকিয়েছেন ৫ লাখ।
এ ১১টির মধ্যে আকর্ষণের কেন্দ্রে তিনটি গরু। নাম বিগ শো, বাংলার ডন ও বাংলার বস। একেকটির দাম হাঁকানো হয়েছে ২০ লাখ। তিনটি মিলে দাম হাঁকানো হয়েছে ৫০ লাখ। তবে একেকটি ১৫ লাখে বিক্রির আশা বেপারি সুমন হোসেনের।
বিজ্ঞাপন
সোমবার (৪ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, গাবতলী পশুর হাটের প্রধান ফটকের পাশেই সাজানো হয়েছে অস্থায়ী হাটের শেড। সারি সারি শেডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা গরু সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। মূল ফটক লাগোয়া প্রথম শেডই আগ্রহের কেন্দ্রে। ক্রেতা যেমন তেমন, উৎসুক জনতার ভিড় লক্ষনীয়। প্রথম শেডেই জায়গা করে নিয়েছে ঝিনাইদহের সুমন হোসেনের বিগ শো, বাংলার ডন ও বাংলার বস।
বিজ্ঞাপন
এ বিষয়ে কথা হয় সুমন হোসেনের সঙ্গে। তিনি জানান, তিনি কোনো খামারের মালিক না। নিজ বাড়িতেই অনেক বড় করে গোয়াল ঘর তৈরি করেছেন। সেখানেই গত চার বছর ধরে লালনপালন করছিলেন ১০টি গরু।
তিনি আরও জানান, অস্ট্রেলিয়ান জাতের এ ১০টি গরুর পেছনে নিজের ও পরিবারের শ্রম ছাড়াও তিনি ২০ লক্ষাধিক টাকা লগ্নি করেছেন। কোনো ধরনের ট্যাবলেট ছাড়া গরুগুলোকে খাইয়েছেন খেসারির ভুসি, ধানের কুঁড়া, চালের গুঁড়া, নালি, ঘাস ও খড়। মোট ১১টি গরুর জন্য তিনি আরও পাঁচজন রাখালও সঙ্গে এনেছেন।
গরুর বাজারদর সম্পর্কে সুমন বলেন, এখন ক্রেতা খুবই কম। বিকেলে কিছু ক্রেতা আসে। দাম-দর বলে আবার চলে যায়। এখন পর্যন্ত বিক্রির দাম কেউ বলেনি। আশা করছি, এবার বিক্রি করে ফিরতে পারব লাভ নিয়ে।
রাখাল আওয়াল হোসেন বলেন, হাট জমছে না। আশা ছাড়িনি। পরশু বুধবার নাগাদ জমবে হাট। অনেকেই দাম-দর করছেন। কিন্তু বিক্রির মতো না। ১১ গরু মিলে আমাদের টার্গেট কোটি টাকা। বাকিটা আল্লাহ ভাল জানেন।
তিনি বলেন, গত বছর তো আগেভাগেই বেশ কিছু গরু বেচে দিয়েছিলাম। এবার এখনো কেনার মতো ক্রেতার দেখা পাইনি। অনেকেই আসে ছবি তোলে, দাম-দর করে চলে যায়। আর উৎসুক জনতা তো আছেই।
গাবতলী হাট ঘুরে দেখা যায়, জমতে শুরু করেছে পশুর এ স্থায়ী হাট। গত ৪-৫ দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে পশুর সংখ্যা। শেড বেড়েছে। অস্থায়ী শেডেও গরু আনা হচ্ছে। ক্রেতাও কম-বেশি আসছেন। তবে বিক্রেতারা বলছেন বিকেল ও সন্ধ্যা নাগাদ ক্রেতা সমাগম বাড়ছে। টুকটাক বিক্রিও শুরু হয়েছে।
জেইউ/আরএইচ