ব্রুনাই দারুসসালমের সুলতান হাজী হাসসান আল-বলকিয়াহ মুইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৯০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর উপহা‌রের আমগুলো ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর ক‌রেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার নাহিদা রহমান সুমনা।

আরও পড়ুন >> পাক প্রধানমন্ত্রী‌কে এক হাজার কেজি আম উপহার শেখ হা‌সিনার

ব্রুনাই‌য়ের বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, বাংলাদেশের ‘আম্রপালি’ আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন >> ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

গত বছরও বঙ্গবন্ধুকন্যা ব্রুনাইয়ের সুলতানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাঁড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।

এনআই/ওএফ