হাইকোর্টের সত্যায়িত কপি পাওয়ার পর সিদ্ধান্ত ফেসবুক-ইউটিউবের
আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্র (অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন) সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে হাইকোর্টের সত্যায়িত কপির অপেক্ষায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। কপিটি হাতে পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনও আমাদের (বিটিআরসি) হাতে হাইকোর্টের দেওয়া আদেশের সত্যায়িত কপি (সার্টিফাইড কপি) আসেনি। কপিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষকে পাঠাব।
বিজ্ঞাপন
বিটিআরসি এ আইনজীবী আরও বলেন, ‘আমরা আনঅফিসিয়ালি লয়্যার সার্টিফিকেট দিয়েছি তাদের। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্টের অর্ডারের সার্টিফাইড কপিটি হাতে পাওয়ার পর।’
হাইকোর্টের আদেশের কপিটি কবে নাগাদ পাওয়া যেতে পারে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক সময়ে তিন থেকে চারদিন সময় লাগে। এ বিষয়টা কোর্টের ওপর নির্ভর করে। আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে তা ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। এ সপ্তাহের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (২০ ফেব্রুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উদ্বৃতি দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, ‘ফেসবুক কর্তৃপক্ষকে হাইকোর্টের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।’
বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসার পর একটি বিবৃতিও দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মটি। বাংলাদেশে কাজ করা ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর এর মাধ্যমে বিবৃতিটি তুলে ধরা হয়।
বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘বাংলাদেশে আমরা বিটিআরসির কাছ থেকে ডকুমেন্টারি (অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন) সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। আমরা এ বিষয়ে কোনো বিবৃতি দেইনি।’
গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে আল-জাজিরার টেলিভিশন নেটওয়ার্কে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়। তবে সরকারের পক্ষ থেকে এটিকে ‘ভুল’ অ্যাখ্যা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আল-জাজিরার কন্টেন্টটি ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে সরানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে অবিলম্বে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতের নির্দেশক্রমে কাতারভিত্তিক ওই টেলিভিশন চ্যানেলের কন্টেন্টটি সরিয়ে নিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবকে অনুরোধ করেছে বিটিআরসি।
একে/এসএম