বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক বলেছেন, দেশে এখনও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে। এ গোষ্ঠীর বিরুদ্ধে বর্তমান গণতান্ত্রিক সরকারের জোরালো ভূমিকা রয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

আল জাজিরার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, আল জাজিরা অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে, কাজেই এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশে রাজনীতি করতে হলে সব রাজনৈতিক শক্তিকেই গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। নাগরিক ও পেশাজীবী সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার মাধ্যমে এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে। 

ভাষা আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের পুর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবি তোলা হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, সাংবাদিক বাসুদেব ধর, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক লাল ঘোষ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল হাসান লিমন প্রমুখ।

এমএইচএন/আরএইচ