১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যেকোনো সমস্যায় কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে ডিএনসিসি পক্ষ থেকে।

কন্ট্রোল রুম নম্বর ১৬১০৬, ০৯৬০-২২২২৩৩৩ এবং ০২-৫৫০৫২০৮৪।

শনিবার (৯ জুলাই) রাতে বিষয়টি জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি বলেন, সার্বক্ষণিক এই হটলাইন নম্বরগুলো খোলা থাকবে। ডিএনসিসির আওতাধীন যেকোনো এলাকা থেকে যেকোনো নাগরিক কল করে বর্জ্য অপসারণ সংক্রান্ত সমস্যার কথা জানাতে পারবেন। অভিযোগ আসলে ডিএনসিসির পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবসা নেওয়া হবে।

এর আগে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বলেন, কোরবানির পর থেকেই আমাদের পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে, আমরা কন্ট্রোল রুম খুলেছি, আমাদের কমিটি আছে তারা সার্বিক বিষয় সার্বক্ষণিক তদারকি করবেন। আমরা আশা করছি এবং প্রস্তুতি নিয়েছি যেন আমরা ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারি। তবে এ বিষয়ে নগরবাসীকে সহযোগিতা করতে হবে। আমরা ইতোমধ্যে কোরবানির বর্জ্য রাখার পলি ব্যাগ কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করেছি।

মেয়র বলেন, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ১০ হাজার কর্মী এবং ৬০০ বর্জ্যবাহী গাড়ি আমরা প্রস্তুত করেছি। আশা করছি ১২ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব।

এএসএস/এসএসএইচ