পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে মাস্ক পরিধান-স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (৯ জুলাই) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় ডিএনসিসি মেয়র বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।

তিনি বলেন, আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করি।

নগরবাসীর উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।

এর আগে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বলেন, কোরবানির পর থেকেই আমাদের পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে, আমরা কন্ট্রোল রুম খুলেছি, আমাদের কমিটি আছে তারা সার্বিক বিষয় সার্বক্ষণিক তদারকি করবেন। আমরা আশা করছি এবং প্রস্তুতি নিয়েছি যেন আমরা ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারি। তবে এ বিষয়ে নগরবাসীকে সহযোগিতা করতে হবে। আমরা ইতোমধ্যে কোরবানির বর্জ্য রাখার পলি ব্যাগ কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করেছি।

মেয়র বলেন, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ১০ হাজার কর্মী এবং ৬০০ বর্জ্যবাহী গাড়ি আমরা প্রস্তুত করেছি। আশা করছি ১২ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব।

এএসএস/এসএসএইচ