পূর্ব শত্রুতার জেরে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের চকবাজার থানার মৌসুমির মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে সৌরভ খান সোহাগ ( ২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
সৌরভ খান সোহাগ চকবাজার ডিসি রোডের হারুনর রশিদের ছেলে। তিনি ইন্টারনেট অপারেটর ছিলেন।
বিজ্ঞাপন
নিহতের পিতা হারুনর রশিদ ঢাকা পোস্টকে বলেন, সৌরভ ইন্টারনেট সেবা দানকারী একটি প্রতিষ্ঠানে কাজ করত। স্থানীয় সাকিব ও সফিক নামে দুইজন সৌরভকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ছেলেকে হত্যাকারীর বিচার চাই আমি।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত সৌরভকে হাসপাতালে আনা হয় দুপুর সাড়ে ১২টার দিকে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বিজ্ঞাপন
কেএম/এসকেডি