চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এলাকা থেকে ৯ মামলার আসামি আলী নবী ওরফে নবী মেম্বারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাঁশখালী থানার গন্ডামারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে  চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ সংক্রান্ত ৯টি মামলা রয়েছে। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেপ্তার নবী মেম্বারকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মো. নুরুল আবছার। 

কেএম/আরএইচ