রাশিয়ায় মাতৃভাষা দিবস পালন
রাশিয়ায় মাতৃভাষা দিবস পালন
রাশিয়ার বাংলাদেশ দূতাবাস মস্কোয় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। দিবসের কর্মসূচি শুরু হয় ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে।
দিনের প্রথম প্রহরে মিশনের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে রাষ্ট্রদূত কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর শহীদদের আত্মার শান্তি কামনা করে একটি সংক্ষিপ্ত মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সান্ধ্যকালীন কর্মসূচির শুরুতেই শোভাযাত্রা সহকারে রাষ্ট্রদূতের নেতৃত্বে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী দূতালয়ের বঙ্গবন্ধু হলে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ক্রমান্বয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি অতিথিরাও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য প্রদান করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান মিশনের কর্মকর্তারা। পরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি ভিডিও চিত্র ‘আমার মাতৃভাষা’ প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা ভাষা শহীদদের ত্যাগের ইতিহাস তুলে ধরেন এবং এ দিবসের তাৎপর্য বর্ণনাপূর্বক মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপরে গুরুত্ব আরোপ করেন।
পরিশেষে রাষ্ট্রদূত কামরুল আহসান তার সমাপনী বক্তব্যে মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করেন।
তিনি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে ঐতিহ্যবাহী দেশি খাবারের আয়োজনে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
এনআই/আরএইচ