রাজধানীর ডেমরার দুর্গাপুর এলাকায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিপালী রায় (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের মেয়ে রাত্রি রায় ঢাকা পোস্টকে বলেন, মা সন্ধ্যায় পানির মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি