খিলগাঁওয়ে অজ্ঞান পার্টির খপ্পরে ফুল ব্যবসায়ী
রাজধানীর খিলগাঁও থানার তালতলা মার্কেট এলাকায় হাসান আলী (৪২) নামে এক ফুল ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
হাসান আলীর ছেলে রুবেল ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা একজন ফুল ব্যবসায়ী। আমরা খবর পাই, বাবা অচেতন অবস্থায় তালতলা মার্কেটের নিচে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অজ্ঞান পার্টি তার কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে গেছে। তবে কী পরিমাণ টাকা ছিল, বাবার জ্ঞান না ফিরলে সে বিষয়ে কিছুই বলতে পারব না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, খিলগাঁও থেকে অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। ছেলে জানিয়েছেন, তার বাবা অজ্ঞান পার্টির খবরে পড়েছিলেন। চিকিৎসক ওই ব্যক্তিকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন।
বিজ্ঞাপন
এসএএ/আরএইচ