পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের সংখ্যাগত ও পরিমাণগত দিকের পরিবর্তে গুণগত মানের বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।

মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সব পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ এবং দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার। অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন।

সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী এসআই (নিরস্ত্র) বসুমিত্র বড়ুয়া ও এসআই (নিরস্ত্র) রেহেনা আক্তার পারভীনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএম/এসএম