১৪ বছর আগে সংঘটিত হত্যাকাণ্ডসহ মোট পাঁচ মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোনায়াভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. আব্দুল জলিল ও নাসিমা বেগম। তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্সদের সহযোগীতায় সোমবার রাতে মানিকগঞ্জের সিংগাইর থানার প্রত্যন্ত এলাকার চর আটিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে শাহআলী থানা পুলিশ।

আজ (মঙ্গলবার) শাহআলী থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার জলিল ও নাসিমার বিরুদ্ধে শাহআলী থানায় ৫টি জিআর গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। গ্রেপ্তারের পর আসামিরা জানান, হত্যা মামলা এবং মাদক মামলা থেকে তারা আত্মগোপনে ছিলেন। এর জন্য তারা তাদের গ্রাম মাদারীপুরের শিবপুর পৈত্রিক বাড়িতেও যাননি।

১৪ বছর আগের হত্যাকাণ্ড প্রসঙ্গে ওসি বলেন, ২০০৮ সালে শাহআলী থানার উত্তর বিশিল এলাকায় একটি হত্যাকাণ্ড হয়। সেই মামলায়, জলিল, নাসিমাসহ ওমর ও আবুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

জেইউ/এনএফ