বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকংয়ের উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশি নারী কর্মীদের ‘শ্রম অধিকার সুরক্ষা ও স্বাস্থ্যসুরক্ষা’ সংক্রান্ত এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) হংকং-এর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হংকং এর কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি-নিষেধ এবং নারী কর্মীদের সচেতনতামূলক অনুষ্ঠানে ৩০ জন নারী কর্মী অংশগ্রহণ করেন। এ আয়োজনে হংকংস্থ ইকুয়াল অপরচুনিটি কমিশন এবং ইউনাইটেড ক্রিস্টিয়ান নেথারসোল কমিউনিটি হেলথ সেন্টার নামক একটি এনজিও প্রয়োজনীয় সহযোগিতা দেয়।

কনসাল (লেবার) জাহিদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলাদেশি নারী কর্মীদের বিভিন্ন ধরণের সামাজিক বৈষম্য, হংকংস্থ শ্রম আইনের বিভিন্ন দিক, আইনগত সহায়তা দেওয়া সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ে ধারণা ও পরামর্শ দেওয়া হয়। এছাড়া কর্মীদের সবার রুটিন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয় এবং কয়েক জনের বিশেষ স্বাস্থ্যগত বিষয়ে জিজ্ঞাসার প্রেক্ষিতে পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং-এর কনসাল জেনারেল ইসরাত আরা।

কনসাল জেনারেল তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসী কর্মীদের প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা, অভিবাসীদের অধিকার সংরক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বলিষ্ঠ ভূমিকা এবং অভিবাসীদের স্বার্থ সুরক্ষায় সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। 

তিনি বলেন, বাংলাদেশের নারী কর্মীরা হংকং-এ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কনস্যুলেটের এ ধরনের আয়োজনে নারী কর্মীরা আরও বেশি আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী হয়ে কাজ করতে পারবেন বলে আমার আশা।

নারী কর্মীদের যে কোন প্রয়োজনে সব সময় কনস্যুলেট পাশে আছে বলে তিনি জানান এবং তাদের যে কোন সমস্যা হলে তাৎক্ষণিকভাবে কনস্যুলেটকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

নারী কর্মীদের সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, হংকং-এ প্রায় ৬৫০ জন নারী গৃহকর্মী কর্মরত আছেন।

এনআই/আইএসএইচ