বেসরকারি পর্যায়ে আমদানি করা চাল বাজারজাত করার বিষয়ে মনিটরিং করতে সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

যশোর, দিনাজপুর, সাতক্ষীরা, কুমিল্লা, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) বরাবর সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করাসহ বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বেসরকারিভাবে চাল আমদানির জন্য এ পর্যন্ত মোট ৩৮০টি প্রতিষ্ঠানের অনুকূলে সুনির্দিষ্ট শর্তে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেসরকারিভাবে আমদানিকারকরা বরাদ্দ পাওয়া চাল ভারত থেকে বেনাপোল, ভোমরা, হিলি, বুড়িমারি, সোনাহাট, চিলাহাটি, বাংলাবান্দা, বিবিরবাজার এবং বিরল স্থলবন্দরের মাধ্যমে আমদানি শুরু করেছে।

আরও পড়ুন: আরও ৭৩ হাজার টন চাল আমদানির অনুমতি দিতে চিঠি

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় বেসরকারিভাবে আমদানি করা চাল যাতে যথাযথভাবে বাজারজাত হয় সে বিষয়টি মনিটরিং করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসএইচআর/এসএসএইচ